
বিভিন্ন ভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার কাজ দেখছেন উৎসুক জনতা। সংগৃহীত ছবি
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। এদিকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামে ভেরিফায়েড একটি ফেসবুক পেজের পোস্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়। গত রোববার (২০ জুলাই) ওই পেজে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি। এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।’
সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, ‘আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।’ পোস্টে আরও বলা হয়, ‘বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।’
এসব খবরে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল শুরু হয়। অনেকেই তাদের সেই পোস্ট শেয়ার করে এক ধরণের আতঙ্ক-উদ্বিগ্নের কথাও প্রকাশ করেন। তবে বিষয়টি বেশি দূর গড়ানোর আগেই এই ফেসবুক পেজের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশের কয়েকজন সাইবার বিশেষজ্ঞ। তাদেরই একজন প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান।
পেজটি কারা পরিচালনা করছে, তাদের তালিকা বের করেছেন ইমরান ও তার দল। তিনি জানিয়েছেন, এটি মূলত একটি স্ক্যামিং পেজ। যারা অনলাইন বেটিং বা জুয়ার সাইটসহ বিভিন্ন স্ক্যামিং নিয়ে কাজ করে। এই সাইবার বিশেষজ্ঞ জানান, ‘আমাদেরই এক সহযোদ্ধা শুভ ও আমার দল মিলে এই পেজ কারা পরিচালনা করছে তাদের তথ্য বের করেছি। এই পেজটি মূলত চারজন ব্যক্তি চালাচ্ছে। এদের মধ্যে দুইজন নাইজেরিয়ান, একজন আমেরিকান।’